সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিঃ
সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়, ডাকঘরঃ অলংকারী-৩১৩০, উপজেলাঃ বিশ্বনাথ, জেলাঃ সিলেট এর জন্য সরকারি বিধি মোতাবেক ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এবং সর্বশেষ নিয়োগ বিধি অনুযায়ী এক জন “সহকারী প্রধান শিক্ষক” নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তাবলী পূরন সাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
ক্রমিক নং | পদের নাম, বেতন গ্রেড ও স্কেল | পদের ধরন ও সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | অভিজ্ঞতা |
০১ | সহকারী প্রধান শিক্ষক,
গ্রেড: ০৮ ২৩০০০ – ৫৫৪৭০/= |
এমপিওভূক্ত (শূন্য পদ ) ০১ | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বিএড ডিগ্রি/সমমান। শিক্ষা জীবনে ১টির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি/ সমমান গ্রহণযোগ্য হবে না। | ইনডেক্সধারী শিক্ষক হিসেবে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
আগ্রহী প্রার্থীগণ শিক্ষকতা যোগ্যতার সকল সনদের সত্যায়িত কপি, কর্তৃপক্ষের অনাপত্তি পত্র, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোবাইল নম্বর সহ, ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি, ১০০০/= টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট জনতা ব্যাংক বিশ্বনাথ শাখার অনুকুলে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ০২/০৪/২০২৪ইং তারিখ বিকেল ৫.০০ ঘটিকার মধ্যে ডাকযোগে/সরাসরি প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। পূর্বের আবেদনকারীদের শুধু ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।
প্রধান শিক্ষক
মোবাইল নম্বর-০১৭১২৯২২২৬৪