প্রতিষ্ঠানের ইতিহাস

এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয় ১৯৮৯ খ্রীষ্টাব্দে। তখন অত্র এলাকায় কোন মাধ্যমিক বিদ্যালয় ছিল না। এখানকার শিক্ষার্থীরা প্রায় ০৬ কিঃমিঃ পায়ে হেঁটে গিয়ে বিশ্বনাথ বাজারে অবস্থিত রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতেন। রাস্তাঘাটের অবস্থাও ছিল অত্যন্ত খারাপ। এই অবস্থাদৃষ্টে অলংকারী গ্রামের যুবক ছেলে, বর্তমান ৩নং অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান জনাব লিলু মিয়া সাহেবের মনে একটাই চিন্তা সৃষ্টি হলো এখানে শিক্ষার আলো জ্বালাতে হবে।এলাকাকে উন্নত করতে হবে।তাই তিনি বিশ্বনাথ থানাধীন অলংকারী গ্রামে এলাকার গন্যমান্য, সমাজ হিতৈষী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সমন্বয়ে এক সাধারণ সভা আহবান করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ হারিছ মিয়া সাহেব। সভায় নিম্নলিখিত ব্যক্তিবর্গের সমন্বয়ে এক সাধারাণ কমিটি গঠন করা হয়।

(১) জনাব আব্দুল খালিক চৌধুরী, টেংরা।

(২) এ,টি,ও জনাব আব্দুল জব্বার, অলংকারী।

(৩) জনাব কাঁচা মিয়া চৌধুরী, টেংরা।

(৪)আব্দুল ওয়াহাব(সাবেক চেয়ারম্যান),টেংরা।

(৫)জনাব গোলাম মইন(সাবেক মেম্বার), টেংরা।

(৬)জনাব তফজ্জুল আলী, টেংরা।

(৭) ছৈয়দ মিয়া, অলংকারী বড় বাড়ি।

(৮) জনাব হারিছ মিয়া, অলুংকারী বড় বাড়ি।

(৯)জনাব ময়না মিয়া, অলংকারী বড় বাড়ি।

(১০) জনাব গনি মিয়া, অলংকারী বড় বাড়ি।

(১১) জনাব ভুলাই খান, খুরমা।

(১২)জনাব এখলাছ মিয়া, অলংকারী বড় বাড়ি।

(১৩) জনাব মোঃ তেরা মিয়া, অলংকারী বড় বাড়ি।

(১৪)আব্দুল লতিফ, পশ্চিম অলংকারী।

(১৫)জনাব মোস্তফা মিয়া, টুকের কান্দি।

(১৬)নূর আহমদ, পশ্চিম অলংকারী।

(১৭) জনাব মর্তুজ আলী, পশ্চিম অলংকারী।

(১৮) জনাব মাওঃ হাবীবুর রহমান, কানাইঘাট।

(১৯) জনাব আয়না মিয়া, অলংকারী।

(২০)সোনাহর আলী, অলংকারী।

(২১) জনাব লিলু মিয়া (বর্তমান চেয়ারম্যান), অলংকারী বড় বাড়ি।।

(২২)জনাব মোঃ আপতাব আলী (প্রঃ শিঃ, অলংকারী পৌদনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়)।

(২৩)হাজী আতাউর রহমান, অলংকারী।

(২৪) জনাব নূর মিয়া, অলংকারী।

(২৫) জনাব চেরাগ আলী মেম্বার, বড় খুরমা।

(২৬) জনাব আজম আলী, টেংরা।

(২৭) জনাব এখলাছুল হক (কালাই মেম্বার), টেংরা।

(২৮) জনাব গিয়াস উদ্দিন, অলংকারী পীর বাড়ি।

(২৯) জনাব শফিক উদ্দিন (প্রঃ শিঃ), কামাল পুর।

(৩০) জনাব ডাঃ শামসুল ইসলাম, অলংকারী।

(৩১) জনাব আব্দুর রহিম, ঠিকাদার, অলংকারী।

(৩২) জনাব আলফু মিয়া, রামধান।

(৩৩) জনাব আব্দুল মতিন, রামধান।

(৩৪) জনাব আপ্তাব আলী, রামধান।

(৩৫) হাজী আব্দুল মান্নান (সাবেক মেম্বার), শিমুল তলা।

(৩৬) জনাব আব্বাছ খান, শিমুল তলা।

(৩৭) জনাব আব্দুল খালিক(ষ্ট্যাম্প ভান্ডার), টুকের কান্দি।

(৩৮) জনাব নানু মিয়া, শিমুল তলা।

(৩৯) জনাব রইছ আলী, শিমুল তলা।

(৪০) জনাব তোরাব আলী, কামাল পুর।

(৪১)জনাব আব্দুল রশিদ, ইঞ্জিনিয়ার, কামালপুর।

(৪২) সানুর আলী মামুন, কামালপুর।

(৪৩) জনাব লিলু মিয়া, শিমুল তলা।

(৪৪) জনাব মাহবুব আলম, শিমুল তলা।

(৪৫) জনাব আওলাদ আলী, শেখের গাঁও ।

(৪৬) জনাব হাফেজ আব্দুছ ছালাম, শেখের গাঁও।

(৪৭) জনাব জুনাব আলী(সাবেক মেম্বার),রামাধান।

(৪৮) হাজী কাপ্তান মিয়া,কামাল পুর।

(৪৯) জনাব তৈয়ব আলী মেম্বার, শিমুল তলা।

(৫০) জনাব সুলেমান খান (সাবেক মেম্বার), খুরমা।

(৫১) জনাব ভুলাই মাস্টার, ছোট খুরমা।

(৫২) জনাব নানু মিয়া, খুরমা।

(৫৩) জনাব জিলু মিয়া (সাবেক মেম্বার), বট তলা।

(৫৪) হাফিজ আব্দুল ছাত্তার , বট তলা।

(৫৫) জনাব চেরাগ আলী মাস্টার, লালটেক।

(৫৬) জনাব ফয়েজ আলী মেম্বার, ললটেক।

(৫৭) জনাব জমির আলী (সাবেক মেম্বার), পৌদনাপুর।

(৫৮) জনাব আব্দুর রব(সাবেক মেম্বার), রামপুর।

(৫৯) জনাব আব্দুছ ছালাম, অলংকারী।

(৬০) জনাব রশীদ আলী, এডভোকেট, অলংকারী।

(৬১) জনাব শাহ আলম, পৌদনাপুর।

(৬২) হাজী তছলন আলী, অলংকারী।

(৬৩) জনাব আব্দুল করিম, খুরমা উত্তর।

(৬৪) জনাব ছাদু উল্লাহ মাস্টার, খুরমা উত্তর।

(৬৫) মাস্টার মাওঃ ওয়াহিদ আলী,ছিনকারী গাঁও।

(৬৬) জনাব আছদ্দর আলী মেম্বার, পীঠাকরা।

(৬৭) জনাব কঠাই মিয়া, পিঠাকরা।

(৬৮) জনাব আছদ্দর আলী, রামধানা।

(৬৯) জনাব আব্দুছ ছাত্তার মনির, অলংকারী।

(৭০) জনাব তেরা মিয়া মেম্বার, অলংকারী।

(৭১) হাজী আব্দুল কাইয়ুম, শেখের গাঁও।

(৭২) জনাব সোনা মিয়া, ফরহাদ পুর,

(৭৩) জনাব তৈয়ব আলী, আলম নগর।

(৭৪) জনাব আব্দুল বারী দলা মিয়া, মুন্সির গাঁও।

(৭৫) জনাব রইছ আলী। রামধানা।

(৭৬) হাজী আছরব আলী, টেককামাল পুর।

(৭৭) জনাব আব্দুল বারী চৌ: (সাবেক চেয়ারম্যান), মুন্সির গাঁও।

(৭৮) জনাব আব্দুল বারী দলা মিয়া, মুন্সির গাঁও।

(৭৯) জনাব আলাউদ্দিন মেনবার, টেংরা আলীপাড়া।

(৮০) জনাব মৃত মোঃ ইউনুছ মিয়া,(সাবেক ভাইস চেয়ারম্যান) অলংকারী বড় বাড়ি।

(৮১) জনাব সুলেমান মিয়া, অলংকারী বড় বাড়ি।

সভার আলোচ্য বিষয় ছিল অত্র এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা। যাতে এলাকার ছেলে/মেয়েরা আধুনিক শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির সেবায় আত্ম নিয়োগ করতে পারে। এরই ধারাবাহিকতায় ০৪/১২/১৯৮৯ খ্রীঃ তারিখে তৎকালিন উপজেলা চেয়ারম্যান জনাব মুহিবুর রহমান, মরহুম সফাত উল্লাহ সাহেবের বংশধরদের ওয়াকফকৃত ১.১৫ একর জমিতে অলংকারী গ্রামে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় নামে এই প্রতিষ্ঠানটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন।সেই থেকে বিদ্যালয়টি সুনামের সাথে অদ্যাবধি চলে আসিতেছে।